অনলাইন ডেস্ক: অভিযুক্তদের মধ্যে ভারতীয় নাগরিককে ১৪ বছরের জেল এবং ৩১৩ মিলিয়ন রিয়াল জরিমানা করা হয়েছে।১ জর্ডানি মহিলাকে ১১ বছর জেল এবং ১৭১ মিলিয়ন রিয়াল জরিমানা, ফিলিস্তিনি নাগরিককে ১০ বছর জেল এবং ১৪৪ মিলিয়ন রিয়াল জরিমানা,এছাড়াও ১ কাতারি নাগরিককে ১৫ জেল ৭২৯ মিলিয়ন রিয়াল জরিমানা করা হয়েছে। কাতারের হামাদ মেডিকেল কর্পোরেশনে কর্মরত কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতিতে জড়িত একটি মামলায় জেল ও জরিমানার রায় দিয়েছে ফার্স্ট ইনস্ট্যান্সের বিশেষায়িত আদালতগত ৫ জুলাই কাতার পাবলিক প্রসিকিউশন বিষয়টি নিশ্চিত করেছে ।এই ব্যক্তিদের বিরুদ্ধে ঘুষ, অফিসের অপব্যবহার, সরকারি তহবিলের অপব্যবহার, রাষ্ট্রীয় টেন্ডারিং পদ্ধতিতে হস্তক্ষেপ এবং অর্থ পাচারের অভিযোগ ছিলো। এদের মধ্যে দুইজন কাতারি যারা বেআইনিভাবে কাজ নিয়েছে তাদের একজনকে ৫ বছর জেল এবং ২২৮ মিলিয়ন রিয়াল জরিমানা,অপরজনকে ৮ বছর জেল ২৫ মিলিয়ন রিয়াল জরিমানা করেছে কাতারের এই আদালত।তাদের সবাইকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে এবং তাদের সাজা শেষ করার পরে নির্বাসিত করা হবে। আদালত আরও ১০ জন আসামীকে সাজা দিয়েছে, এছাড়া এই কোম্পানিতে কাজ করা ৮ অপরাধীতাদের মধ্যে ৬ ভারতীয় ২ জন জর্ডানি, ২ জনকে ১৪ বছর, ১জনকে ১০ বছর, ২ জনকে ৮ বছর, ১জনকে ৬ বছর, ১জনকে ৫ বছর, ১জনকে ৪ বছর করে সাজা দেয়া হয়েছে।৫ মিলিয়ন রিয়াল থেকে শুরু করে ১৯৫ মিলিয়ন রিয়াল জরিমানা করা হয়েছে।অ-কাতারি আসামীরা তাদের সাজা শেষ করার পরে নির্বাসিত করা হবে।এছাড়া আসামিদের মধ্যে একজন কাতারি ও একজন জর্ডানিয়ানকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজারমৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার …