
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ দূতাবাস: দোহা, কাতারে গত ১৭ এপ্রিল ২০২২ এক আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ জসিম উদ্দিন, এনডিসি। উক্ত সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয় এবং মান্যবর রাষ্ট্রদূতের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এই মহান দিনে মুক্তি যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়। এই দিন উপলক্ষে প্রকাশিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতায় মুজিবনগর সরকারের অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন তৎকালীন পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন, তাঁর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন।
রাষ্ট্রদূত মুজিবনগর সরকার গঠনে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও আ হ ম কামরুজ্জামান এর ভূমিকার কথা গভীর শ্রদ্ধা সহ স্মরণ করেন।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X