বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজার-এর প্রবাসী সদস্যদের সমন্বয়ে গঠিত বিআইএস ইন্টারন্যাশনাল-এর কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১আগস্ট) বিকেল ৩টায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ কাউন্সিলের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব ওয়াসিম আহমেদ নিশান।
কাউন্সিলে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, আমেরিকা, দুবাই, কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর, বেলাল আহমদ সুহেলসহ প্রবাসী নেতৃবৃন্দ।
দেশ থেকে সরাসরি যুক্ত ছিলেন যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, দপ্তর সচিব সিরাজুল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য ডেন্টিস্ট সজল আহমদ, মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার হোসাইন আহমদ, নির্বাহী পরিচালক রেজাউল করিম রাফি, টিম মেম্বার ইশতিয়াক চৌধুরী, রেদোয়ান আহমেদ সামি, সাদিকুল বাহার প্রমুখ।
নবনির্বাচিত নেতৃত্ব
কাউন্সিলের মাধ্যমে আবুল হাসান চৌধুরী প্রেসিডেন্ট ও ওবায়দুর রহমান রুহেল সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।
অ্যাডভাইজার মণ্ডলী: ফজলুল চৌধুরী, মো. জাকির হোসেন, নূর মোহাম্মদ সুইয়াইব, বদরুল ইসলাম, মো. ইমরান হুসাইন, আলী আহমেদ খান, শামীম আহমেদ।
কার্যকরী পরিষদ (সংক্ষেপে):
প্রেসিডেন্ট: আবুল হাসান চৌধুরী
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: সৈকত চৌধুরী
ভাইস প্রেসিডেন্টবৃন্দ: জুবায়ের আলী আহমেদ, বদরুল মনসুর, নাজমুল ইসলাম সুমন, মো. আতাউর রহমান রুমেন, তালাদুর রহমান মর্দানি, আব্দুল মুনিম খান, মোহন দেব
জেনারেল সেক্রেটারি: ওবায়দুর রহমান রুহেল
অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি: সোহান হুসাইন হেলাল, মো. দুলাল হুসাইন জুমান, মো. হাসানুর রহমান, সাদমান আহমেদ মাহি, মোস্তাকিম আহমেদ টিটু, আব্দুল মুক্তাদির সাদী
চিফ অর্গানাইজার: সিরাজুল হাসান
(ইউরোপ) সোহানুর রহমান সোহান
(আমেরিকা) সৈয়দ শাহ সাব্বির হোসাইন
(মধ্যপ্রাচ্য) অমিত অল হাসান
ফাইন্যান্স সেক্রেটারি: সৈয়দ শাহ তৌফিক এলাহী তিয়াস
পাবলিসিটি অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি: রেদওয়ান ইসলাম
অফিস সেক্রেটারি: মারুফ আহমেদ খান পাবেল
সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি: এবাদুর রহমান কোরাইশি রাফি
এডুকেশন অ্যান্ড ট্রেইনিং সেক্রেটারি: দেওয়ান আকিব চৌধুরী
ইনফরমেশন অ্যান্ড রিসার্চ সেক্রেটারি: কামরুল হাসান শাওন
স্পোর্টস সেক্রেটারি: আলী আদিহাত অনি
রিলিজিয়াস অ্যাফেয়ার্স সেক্রেটারি: মো. নাঈম আহমেদ সানি
কালচারাল সেক্রেটারি: সুহিন উদ্দিন
প্ল্যানিং সেক্রেটারি: মো. সালেহ আহমেদ তায়েফ
লিটারারি সেক্রেটারি: ইব্রাহিম খান রাব্বি
এছাড়াও বিভিন্ন দায়িত্বে সহ-সচিব, সহকারী সংগঠক, এক্সিকিউটিভ মেম্বারসহ বিপুল সংখ্যক তরুণ প্রবাসী ও দেশীয় নেতৃবৃন্দকে মনোনীত করা হয়েছে।
সংগঠনের লক্ষ্য ও প্রত্যাশা
প্রবাসে থেকেও সদস্যরা সংগঠনের প্রতি অগাধ ভালোবাসা ও নিবেদন দেখিয়েছেন। তারা জানিয়েছেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে মানবিক প্রজেক্ট হাতে নিয়ে কাজ করতে চান। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে এই উদ্যোগকে আরও বহুদূর এগিয়ে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
