সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে ফিরছেন আরিফুল হক চৌধুরী!

Ariful Haque Chowdhury

অনলাইন ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আবারও সিলেট সিটি করপোরেশনে ফিরছেন। এবার তিনি ‘ভারপ্রাপ্ত প্রশাসক’ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সরকারের নীতিনির্ধারক মহলেও এ নিয়ে আলোচনা চলছে।

আরিফুল হক চৌধুরী ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ছিলেন। এবার তার প্রশাসক হিসেবে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে স্থানীয় সরকার বিভাগের একটি সূত্র জানিয়েছে।

গত ১৭ এপ্রিল আরিফুল হক চৌধুরী ঢাকায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। দলীয় সিদ্ধান্ত পাওয়ার পর তিনি প্রশাসনিক যোগাযোগ শুরু করেন।

বর্তমানে বিভিন্ন সিটিতে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা কার্যকরভাবে দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন। ফলে করপোরেশনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এ অবস্থায় আলাদা প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার আওতায় সিলেটও রয়েছে।

বিএনপির চার শীর্ষস্থানীয় সাবেক মেয়র— সিলেটের আরিফুল হক চৌধুরী, ময়মনসিংহের ইকরামুল হক টিটু, বরিশালের কামরুজ্জামান কামরান এবং খুলনার নজরুল ইসলাম মঞ্জু— সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়ে প্রশাসকের দায়িত্ব চেয়েছেন। এই চার নেতার সম্ভাব্য ফেরার খবরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিধান রয়েছে এবং সিলেটসহ চারটি সিটিতে আলাদা প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ে পৌঁছেছে। বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা অনুমোদন দিলে নিয়োগ কার্যকর হবে।

আরিফুল হক চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং মেয়াদ শেষে দায়িত্ব ছেড়েছি। এখন যদি সুযোগ আসে, আমি আবারও জনগণের সেবা করতে প্রস্তুত।”