
সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গল আনওয়ারুল উলূম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহবুব আহমদ সালেহ কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বিপুল আয়োজনের মধ্যে দিয়ে তাকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর নূর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতি হাজী মোস্তাক এলাহী চমন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: সামছুল ইসলাম।
মাদ্রাসার শিক্ষক মাওলানা রাশিদ আলী, সামসুল ইসলাম শামীম ও সাকিবুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, মাওলানা মুজিবুর রহমান আল মাদানী, নূরুল আহাদ, তোফায়েল আহমদ, মাওলানা এবিএম শামসুদোহা খান, শিক্ষার্থী মোহাম্মদ কিবরিয়া হোসেন ও সিরাজুল ইসলাম শওকত প্রমুখ।
অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহবুব আহমদ সালেহ ওই মাদ্রাসায় দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতায় ছিলেন। এর মধ্যে তিনি বিগত ১৬ বছর থেকে ওই মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার তার অবসরে চলে যাওয়ার কারণে চাকুরির শেষ কর্ম দিবস ছিল। তাই মাদ্রাসায় তার সহকর্মী,বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থী এবং হিতাকাঙ্ক্ষীদের উদ্যোগে মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় তার রাজসিক বিদায় সংবর্ধনা। এসময় তাকে দেয়া হয় মানপত্র, ক্রেস্ট, পোষাক পরিচ্ছদ ও নগদ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এর আগে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X