
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারে ইসলামী শিক্ষার সমন্বয়ে বিশ্বমানের স্কুল— ইমাদুদদীন অ্যাকাডেমি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩দিন ব্যাপী টেলেন্ট সার্চ প্রোগ্রাম ২০২৫ সম্পন্ন হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি রোববার থেকে শুরু হওয়া প্রোগ্রামের শেষদিন আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ছিল বিভিন্ন ধাপে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ইমাদদুদীন অ্যাকাডেমির উপদেষ্টা মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে ও অ্যাকাডেমির কিডস কো-অর্ডিনেটর মাহফুজা সাবার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাকাডেমির ফাউন্ডার এণ্ড প্রিন্সিপাল লেখক ও গবেষক হামমাদ রাগিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সহকারী) আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বড়লেখা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ আবদুস সবুর।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল মুজিব, অ্যাকাডেমির উপদেষ্টা মাহফুজ ইসলাম, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা মাজদুদ আহমদ, ইঞ্জিনিয়ার গাজী হাবীবুল্লাহ, সিলেট আইডিয়াল কলেজের লেকচারার ও আর-রশীদ ইসলামিক ইন্সটিটিউট সিলেট-এর পরিচালক সাদিকুর রাহমান, সৃজনঘর সম্পাদক ইবাদ বিন সিদ্দিক, মিসবাহুল হুদা আল-ইসলামিয়া সিলেট-এর প্রিন্সিপাল মাওলানা ইমরান রব্বানী, মাওলানা রুহুল আমীন, মাওলানা আবু বকর প্রমুখ।
৩দিন ব্যাপী টেলেন্ট সার্চ প্রোগ্রাম মূলত ইমাদুদদীন অ্যাকাডেমির বিশেষায়িত একটি আয়োজন। মেধা ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস যাচাই করে সে অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে নতুন শিক্ষাবর্ষের শুরুতে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। শরীরচর্চা ও বিনোদনমূলক খেলাধুলা-সহ এতে জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অন্তর্ভুক্ত থাকে।
প্রসঙ্গত, ইমাদুদদীন অ্যাকাডেমি মৌলভীবাজার শহরে বিশেষায়িত একটি ইসলামিক স্কুল। বিশ্বায়নের এ যুগে মুসলিম ঘরের সন্তানদের পড়াশোনা ও বেড়ে ওঠাকে বিশ্বমানের করে তোলার পাশাপাশি তাদেরকে পর্যাপ্ত ইসলামী শিক্ষা প্রদান করা অ্যাকাডেমির প্রধানতম লক্ষ্য। আর এ লক্ষ্য বাস্তবায়নে সরকারপ্রণীত সিলেবাসের পাশাপাশি অ্যাকাডেমির রয়েছে সুপরিকল্পিত সিলেবাস। যেখানে স্কুল সিলেবাসে অক্ষুণ্ণ রেখে মেধাবী শিক্ষার্থীরা পবিত্র কুরআন হিফজের সুযোগ পাচ্ছে।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X