
শহীদুল ইসলাম মামুন, ফেনী
সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন রবিবার বিকালে চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনী জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর সহকারি সেক্রেটারী ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক।
চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ফেনী জেলা কর্মপরিষদ সদস্য ও সোনাগাজী উপজেলা জামায়াতের সাবেক আমির প্রকৌশলী ফখর উদ্দিন, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মোস্তফা, জোরারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদি, সোনাগাজী উপজেলা সেক্রেটারী মাস্টার এএসএম বদরদ্দদৌদৌজা, পৌরসভা আমির মাওলানা কালিম উল্লাহ, সেক্রেটারী মহসিন ভূঞাঁ, সহকারি সেক্রেটারি আবদুল মান্নান, উপজেলা শ্রমীক কল্যান ফেডারেশনের সভাপতি সৈয়দ মাইন উদ্দিন, সদর ইউনিয়ন আমির মাওলানা নিজাম উদ্দিন, চরমজলিশপুর ইউনিয়ন আমির আবদুল হাই আনোয়ারী, নবাবপুর ইউনিয়ন আমির জিয়াউর রহমান।
সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে অসংখ্য নেতাকর্মি অংশ গ্রহন করেন।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X