5

সর্বশেষ

বিশেষ প্রতিনিধি,শ্রীমঙ্গলমৌলভীবাজারের শ্রীমঙ্গলে পথশিশুদের মুখে হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা কমিটি। শুক্রবার …

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিশ্রীমঙ্গলে জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে“তারুণ্যের উৎসব – ২০২৫” শীর্ষক বিশেষ সভা। সোমবার সরকারি বালিকা …

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার  মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজার-এর প্রবাসী সদস্যদের সমন্বয়ে গঠিত …

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজারমৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার …

বিশেষ প্রতিনিধি,শ্রীমঙ্গল জনতা ব্যাংক পিএলসি কর্তৃক ঘোষিত “ডিপোজিট হান্টিং”-এর ১০০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা এক অসামান্য অর্জনের …

Profession IT

খেলার মাঠে স্থাপিত আদালতে ছাত্ররা আগুন দেয়নি: নেপত্যে বিডিআর হত্যাকান্ডের বিচার পেছানো!

মুহুর্ত অনলাইন: ঢাকার কেন্দ্রীয় কারাগারের সন্নিকটে অবস্থিত বকশীবাজারের মাদ্রাসা-ই-আলিয়া মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস কক্ষে গতকাল গভীর রাতে এক রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আদালতের এজলাস কক্ষে এই আগুন লাগানোর ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়।

বিশ্লেষকরা ধারণা করছেন, বিডিআর বিদ্রোহের বিচার বিলম্বিত করার একটি ষড়যন্ত্রমূলক অপকৌশল হিসেবে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। উল্লেখ্য, আজই বিডিআর হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমের দ্বিতীয় দিন নির্ধারিত ছিল। এর আগে নথিপত্রের ঘাটতির কারণ দেখিয়ে বিচার কার্যক্রম বারবার পেছানো হয়েছিল।

ঘটনার দিন রাতে মাদ্রাসা প্রাঙ্গণের মাঠ নিয়ে স্থানীয় ছাত্রদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। ছাত্রদের দাবি ছিল, মাঠটি উন্মুক্ত রাখা হবে এবং এখানে কোনো ধরনের আদালতের কার্যক্রম পরিচালনা করা যাবে না।

এই উত্তপ্ত পরিবেশের মধ্যেই দুইজন অপরিচিত যুবক এজলাস কক্ষের তালা ভেঙে সেখানে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, তারা পালানোর সময় অপরাধীদের ধাওয়া করে, তবে তারা সাদা একটি গাড়িতে চড়ে দ্রুত স্থান ত্যাগ করে।

অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস কাছাকাছি অবস্থানে থাকলেও তাদের দেরিতে কাজ শুরু করা সন্দেহ আরও ঘনীভূত করেছে।

২০১৪ সালে তথাকথিত যুদ্ধাপরাধের বিচার এবং বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার শুনানি চালানোর জন্য এই অস্থায়ী আদালত স্থাপন করা হয়। তৎকালীন সরকারের বিশেষ নির্দেশে আইন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আদালতটি পরিচালিত হয়ে আসছে।

অস্থায়ী কাঠামোর মধ্যে বিশেষ জজ আদালতগুলোতে বিচার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছিল। যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা এ বিচার কার্যক্রমে সংশ্লিষ্ট ছিলেন। তবে, এই আদালতে অনেককে তথাকথিত যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির আদেশ দেয়া হয়, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

বকশীবাজারের এই অগ্নিকাণ্ড নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি শুধুই একটি দুর্ঘটনা, নাকি বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করার উদ্দেশ্যে কোনো ষড়যন্ত্রমূলক হামলা, তা তদন্তের দাবি রাখে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে, এমন প্রত্যাশা সবার।

Robir Bazar to Moraichora Road
Srg Biddut Both

মুহুর্ত ২৪ অনলাইন, প্রজন্মের বার্তাবাহক, বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।

অফিস

বি-রিং রোড-২ : দোহা-কাতার
গুলশান : ঢাকা, বাংলাদেশ
আবুদাবী : সংযুক্ত আরব আমীরাত
উপশহর : সিলেট, বাংলাদেশ
বার্সেলোনা : স্পেন

যোগাযোগ

সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]