
মুহুর্ত: তীব্র সমালোচনার মুখে অবশেষে ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের সিদ্ধান্ত বাতিল করেছে বাংলাদেশ সরকার। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত বাতিলের কথা জানায়।
এর আগে দেশের বিভিন্ন আদালতের ৫০ বিচারক ও বিচারক পদমর্যাদার কর্মকর্তাদের ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ভুপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ কর্মশালায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই প্রেক্ষিতে গত ৩০ ডিসেম্বর আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা-১ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
তবে এ সিদ্ধান্ত প্রকাশের পরই বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচকদের অভিযোগ ছিল, বাংলাদেশের বিচারকদের জন্য স্থানীয়ভাবে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদের বিদেশে পাঠানোর যৌক্তিকতা নেই। এছাড়া, এ উদ্যোগে দেশের অর্থ অপচয়ের আশঙ্কাও প্রকাশ করেন অনেকে।
তীব্র প্রতিক্রিয়ার মুখে অবশেষে সরকার প্রশিক্ষণের এ সিদ্ধান্ত বাতিল করার প্রজ্ঞাপন জারি করে।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X