নিউজ ডেস্ক: অবশেষে দীর্ঘ ১১ বছর পর আবারও প্রকাশ পেয়েছে একসময়ের জনপ্রিয় ও সময়ের সাহসী মজলুম সম্পাদক জনাব মাহমুদুর রহমানের দৈনিক আমার দেশ পত্রিকা।
হাসিনা সরকারের রোষানলে পড়ে দুইবার সিলগালা হয় পত্রিকাটি।
জুলাই বিপ্লবের হাত ধরে স্বাধীন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে এসেছে। এরই ধারাবাহিকতায় গত ২২ ডিসেম্বর থেকে প্রকাশনা কার্যক্রম শুরু করেছে পত্রিকাটি।
জনপ্রিয়তা থাকা পত্রিকাটি প্রকাশের প্রথম দিন থেকেই সারা বাংলাদেশের সর্বত্র দেখা দিয়েছে পত্রিকা সংকট। এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানান দিন দিন পত্রিকার চাহিদা বেড়েই চলছে। তাঁরা চেষ্টা করছেন ছাপার সংখ্যা আরও বৃদ্ধি করার।
জুলাই বিপ্লবের ঘটনা আর ফ্যাসিস্ট হাসিনা সরকারের রাষ্ট্র বিরোধী, মানবতা বিরোধী অপরাধ ও গুম খুনের তালিকাসহ লোমহর্ষক ঘটনা প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে দৈনিক আমার দেশ পত্রিকার পাতায় পাতায়। কলাম লিখছেন দেশবরেণ্য কলামিস্টরা।
পত্রিকার পূর্ণ পৃষ্ঠা বিজ্ঞাপন চোখে পড়ার মতো। কিন্তু এখানে কিছু বিতর্কিত ও দূর্নীতি গ্রস্থ প্রতিষ্ঠান ও কোম্পানির বিজ্ঞাপন দেখে পাঠকদের মনে নানান প্রশ্ন তৈরি করেছে। পাঠকদের ধারণা এসব বিজ্ঞাপন দিয়ে অপরাধীরা নিজেদের অপরাধ আড়ালে রাখার অপচেষ্টা করছে। যেন তাদের অপকর্মের কথা দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত না হয়।
দৈনিকটি ধারাবাহিকভাবে নিরপেক্ষ, সঠিক এবং স্বচ্ছ তথ্য প্রকাশ করতে থাকবে বলে আশা পাঠকমহলের।
