
বিশেষ প্রতিনিধি,শ্রীমঙ্গল
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চায়ের রাজ্যে রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের বার্ষিক আনন্দ উৎসব ২০২৪।
নোয়াপাড়া ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ইউনয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, ফাজিল মাদ্রাসা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের সকল সদস্যদের পরিবারবর্গ নিয়ে এ উৎসব এর আয়োজন করে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী আনন্দ উৎসবের সমাপনী অধিবেশন শ্রীমঙ্গল উপজেলার ৮ নং কালিঘাট ইউনিয়ন অফিস মাঠে অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।
মাধবপুর ইটাখোলা সিনিয়র ফাজিল মাদরাসার প্রভাষক হিমাংশু চন্দ্র দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল, মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার এস.এম জাকিরুল হাসান, শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন, সাবেক সহসভাপতি-১ ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হারুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমতিরি সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সল প্রমুখ।
অনুষ্ঠানে নোয়াপাড়া ইউনিয়নের প্রায় ১৩টি প্রতিষ্ঠানের কর্মকতা কর্মচারী ও পরিবার সদস্যরা অংশগ্রহণ করে।
দিনব্যাপী অনুষ্ঠানে ডেলিগেটদেও নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান অবলোকন, বধ্যভূমি-৭১ পরিদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, দুপুরের খাবারসহ বিভিন্ন অ্যাজেন্ডা অন্তর্ভুক্ত ছিল। পরে বিকেল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যামে দিনব্যাপী আনন্দ উৎসব ২০২৪ এর সমাপ্তি ঘোষণা করা হয়।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X