সিলেটের লালদীঘি হকার্স মার্কেটে যাওয়ার পথ প্রসস্থ করেছে সিটি কর্তৃপক্ষ

SEO
SEO
ছবি: মুনশি ইকবাল

সিলেট নগরীর লালদীঘি হকার্স মার্কেট এখন আরও সহজে প্রবেশযোগ্য হয়ে উঠেছে। নগরীর বান্দরবাজারের নগর ভবন ও কুদরত উল্লাহ মসজিদের পেছনে অবস্থিত এই মার্কেটে সম্প্রতি কুদরত উল্লাহ মার্কেট ও সিটি মার্কেট কর্তৃপক্ষ একাধিক দোকানকোঠা ভেঙে বড় রাস্তা তৈরি করেছেন।

নতুন এই সুবিধার ফলে, পূর্বের মতো সেখানে যেতে আর বেগ পেতে হবে না। ক্রেতারা মূল সড়ক থেকে সরাসরি এই বাজারে প্রবেশ করতে পারবেন।

হকারদের জন্যও একটি বিশাল জায়গা বরাদ্দ করা হয়েছে, যাতে তারা রাস্তাঘাটে এবং ফুটপাতে ব্যবসা করার পরিবর্তে এখানে সুন্দর ও সুশৃঙ্খলভাবে ব্যবসা করতে পারেন। আগে ক্রেতাদের জন্য রাস্তায় দোকান থেকে বাজার করা খুব কষ্টকর ছিল, কিন্তু এখন মাঠের এই হকার্স মার্কেটে ক্রেতারা সহজেই সুলভ মূল্যে তরিতরকারি, শীতের কাপড়, গার্মেন্টস পণ্য ইত্যাদি কিনতে পারবেন।

এই পরিবর্তনটি সিলেটের এই বাজারকে আরও উন্নত ও শান্তিপূর্ণ করতে সহায়তা করবে, যেখানে ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি উন্নত পরিবেশ তৈরি হবে।