
মিসবাহ উদ্দিন জুবায়ের, বিশেষ প্রতিনিধি : ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম হয় তার। বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় ‘শিশু দিবস’ হিসেবে পালন করা হয়।
শিশু দিবস উপলক্ষে (১৭ মার্চ) রবিবার বিকেল ৫টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ডিলসেটে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মহসিনের সঞ্চালনায় ও পুলিশ সুপার মোঃ মনজুর রহমানের সভাপতিত্বে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের ট্রেইনার মাওলানা ক্বারী আব্দুন নূর আনোয়ারী, মৌলভীবাজার সদর উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা শেখ মোহাম্মদ শাহ আলম, চুবরা বায়তুল জান্নাত জামে মসজিদ ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল মুকিত।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের ডিডি মোহাম্মদ ফারুক আলম, পুলিশ লাইন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বজলুর রহমান চৌধুরী, আলখলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমূখসহ জেলা পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন তথ্যপ্রযুক্তি ও জ্ঞাননির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন যুগান্তকারী পরিকল্পনা ও কর্মপ্রয়াস গ্রহণ করেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য-প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন ঘটিয়ে শিশু, শিক্ষার্থী ও নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন।
অনুষ্ঠানে ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এবং অনুষ্ঠান শেষে আগত অতিথি, বিচারক ও অর্ধশতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করেন জেলা পুলিশ সুপার।
মুআমু/
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X