
মুহূর্ত ডেস্ক: ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ২৩৩ নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হচ্ছে প্রচার। আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বিরতিহীন ভোট গ্রহণ। এরই মধ্যে ভোট গ্রহণ উপলক্ষে এসব এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে সুষ্ঠু ভোট আয়োজনে কঠোর অবস্থানে রয়েছে ইসি। নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে এরই মধ্যে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে সংস্থাটি। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এ নির্বাচনে চাহিদার তুলনায় বেশি ফোর্স দেওয়া হয়েছে। এর পরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেই ভোট বন্ধ করে দেওয়া হবে।
ইসির তথ্যানুযায়ী, ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্যপদে উপনির্বাচন ছাড়াও তিনটি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্যপদসহ নানা ওয়ার্ডের কাউন্সিলরের শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দিন ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, সাতটি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় নির্বাচনের পর সর্ব প্রথম অনুষ্ঠিত এ নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কমিশন। সেজন্য ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করার, তার সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে সংস্থাটি।
সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এ সেলের কার্যক্রম পরিচালনা করবেন।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, এসব নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব জায়গা থেকে চাহিদা এসেছে, সেখানে বেশি ফোর্স দেওয়া হয়েছে।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X