
দোহা: ৩ মার্চ শুক্রবার কাতারে নুজুম গ্রুপের উদ্যোগে আয়োজিত হয়েছে আরবী ভাষা ও মানদূব বিষয়ে প্রশিক্ষণ বিষয়ক উন্মুক্ত সেমিনার। কাতারে অবস্থিত বাংলাদেশী নাগরীকদের দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে নুজুম গ্রুপ।
মহাগ্রন্থ আল কুরআনের তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশনের মাধ্যমে নুজুম গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দিনের সঞ্চালনায় সন্ধ্যা ৬টা থেকে সেমিনারের কার্যক্রম শুরু হয়।
নুজুম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমরা কাতারে অবস্থিত বাংলাদেশী নাগরিকদের সম্মানজনক পেশায় কাজ করতে দেখতে চাই, তাই আমরা আরবী ভাষা ও মানদূব প্রশিক্ষণ বিষয়ে প্রশিক্ষন কর্মশালা হাতে নিয়েছি, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।
আমরা দেখেছি কাতারে অবস্থানরত বাংলাদেশীরা এই দেশে অবহেলিত তাঁরা নিম্ন শ্রেণীর কাজ করেন বলে। কাজ কখনো ছোট বড় হয়না, কিন্তু একটি দেশের নাগরীক শুধুমাত্র নিম্ন কাজ করে যাবে এটি দৃষ্টিকটু! এর মূল কারণ হিসেবে আমরা ভাষা না জানাকে মূখ্য কারণ মনে করতে পারি, বিদেশে কাজের মূল হলো ভাষা জানা, যদি ভাষা জানা না থাকে তাহলে মূলত ভালো কাজ ও সম্মান পাওয়া অসম্ভব।
কাতারে যে কোন প্রতিষ্ঠান / কোম্পানী পরিচালনার জন্য একজন দক্ষ অফিসার প্রয়োজন হয়, যাকে আরবীতে মানদূব বলে, ইংরেজীতে Public Relation Officer (PRO) বলা হয়, যার কাজ কোম্পানির সকল কাজ সম্পাদন করা, অনলাইন ও অফলাইনে অনেক কাজ রয়েছে এই অফিসারের।
দুঃখের বিষয় হলো এই খাতে শিক্ষিত হওয়া সত্বেও বাংলাদেশী নাগরীকদের নিয়োগ দেয়া যায়না শুধুমাত্র অভিজ্ঞতা না থাকার কারণে, তাই এই বিষয়েও আমরা প্রশিক্ষণের উদ্দ্যোগ নিয়েছি। এছাড়া কম্পিউটার বেসিক, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডেভলামপেন্ট কোর্স চালু রয়েছে বলে জানান মাহমুদ চৌধুরী, উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে তিনি বক্তব্য সমাপ্ত করেন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের ‘শ্রম বিষয়ক মিনিস্টার: ড. মুস্তাফিজুর রহমান। সেমিনারে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে ড. মুস্তাফিজ বলেন আমরা এই দেশে নতমস্তিষ্কে চলতে হয়, তার মূলে আমাদের অনভিজ্ঞতা, ভাষা জানা নেই, কাজের অভিজ্ঞতা নেই বলে আমরা ভালো কোন পোস্টে কাজ করতে পারিনা।
তিনি নুজুম গ্রুপের এই উদ্দ্যোগের ভুয়সী প্রশংসা করেন, এরকম সেমিনার আরও হওয়া উচিৎ বলে উল্ল্যেখ করেন।
শুধু প্রতিষ্ঠান পরিচালনা ও প্রশিক্ষণ দিলে হবেনা, প্রশিক্ষণার্থী ও গ্রাহকের প্রতিক্রিয়া জানতে হবে, তবেই ব্যাবসা বা প্রশিক্ষণ দীর্ঘস্থায়ী হবে।
বাংলাদেশী নাগরীকদের একে অপরকে সম্মান দেয়ার ব্যাপারে গুরুত্ব দিতে বলেন। উপস্থিতিদের শুভ কামনা জানিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিক-কুইক গ্রুপের চেয়ারম্যান: জনাব আলমগীর হোসেন আলী ও খাঁন গ্রুপের চেয়ারম্যান: জনাব শাহ আলম খাঁন।
উক্ত সেমিনারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নুজুম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন। ভাইস চেয়ারম্যান: হাফেজ আব্দুল হাসিব চৌধুরী। এডমিন ডিরেক্টর: হাফিজুর রহমান নাহিদ। মার্কেটিং ডিরেক্টর: হাফেজ মাওলানা কেফায়াতুল্লাহ। রিজার্ভেশন অফিসার নুজুম ট্রাভেল: মোহাম্মদ আবির। পার্চেস ডিরেক্টর: শাহ মাসুদ খাদেম। নুজুম আইটির ট্রেইনার: কাশিম উদ্দীন মাসুম প্রমুখ।
উপস্থিত ছিলেন মুহুর্ত ২৪ নিউজ এর সম্পাদক: প্রকৌশলী চৌধুরী মাশকুর সালাম। ডিবিসি টিভি’র কাতার প্রতিনিধি, সাংবাদিক আমিন ব্যাপারী।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X