
দোহা: আজ শুক্রবার ২৪ ফেব্রুয়ারী, কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদ, কাতার (ইমাম মুসলিম শাখা) কর্তৃক গ্রীন হাউস উমম-সালাল আলীতে আলোচনা সভা ও শিক্ষা সফর ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে আলোচনা, খেলাধুলা, বিনোদন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন ছিলো।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম মুসলিম শাখা-সভাপতি জনাব আব্দুর রব বাগদাদী এবং উপস্থাপনা/পরিচালনা করেন শাখা-সেক্রেটারী জনাব মুহাম্মাদ গিয়াস উদ্দিন মুজাহিদ। অনুষ্ঠানে কাতারে বসবাসরত বিভিন্ন শ্রেনীপেশায় কর্মরত প্রবাসীরা অংশ নেন।
সকাল ৭ ঘটিকায় কুরআন তেলাওয়াত ও সঙ্গিত পরিবেশনার পর খেলাধুলার আয়োজনের মাধ্যমে ১ম অধিবেশন শুরু হয়।
জুম’আর নামাজ পরিচালনা করেন মাওলানা মোহাম্মাদ আলী।
জুম’আর নামাজের পর ২য় অধীবেশন শুরু হয়।
কুরআন তেলাওয়াত, সঙ্গীত পরিবেশনা, বিনোদনমূলক নাটিকা অুনষ্ঠিত হওয়ার পর জনাব আব্দুর রব বাগদাদীর রচনা ও পরিচালনায় মৌখিক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।
শাখা সভাপতি জনাব আব্দুর রব বাগদাদী হামদ ছানার পর ৫২’র ভাষা শহীদদের প্রতি স্রদ্ধাজ্ঞাপন করে মাতৃভাষার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, তিনি বলেন আমরা ভাষা শহীদদের সর্বদা স্মরণ করি, তাঁদের গুনকির্তন শুধুমাত্র অনুষ্ঠানে সীমবদ্ধ না রেখে সর্বদা তাঁদের স্মরণ করবো। বাংলা ভাষার চর্চা ও ভাষার প্রতি সম্মান প্রদর্শন করব। সভাপতি উপস্থিতিদের ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে বক্তব্য সমাপ্ত করেন।
প্রধান অতিথী হিসেবে কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা ইউসুফ চৌধুরী বক্তব্য রাখেন, অতিথী বক্তব্যে বলেন আমরা বাংলা ভাষাকে গুরুত্ব দেইনা, এটি আমাদের জন্য লজ্জাজনক ”আমাদের মাতৃভাষার প্রতি সম্মান ও বাংলা ভাষার প্রতি আরও গুরুত্ব দিতে হবে”, তিনি ৫২’র ভাষা শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।
আমন্ত্রীত অতিথীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “মুহুর্ত ২৪” অনলাইন নিউজের সম্পাদক ও প্রকৌশলী চৌধুরী মাশকুর সালাম, ইমাম মুসলিম শাখা সহকারী সেক্রেটারী জনাব মাহবুব আলম, সমাজ কল্যাণ শাখা – জনাব সালাহ উদ্দিন আইয়্যুবী, আহমাদুল হক, প্রশিক্ষণ শাখা – জনাব আসাদুজ্জামান সালেহী, সভাপতি ইমাম মুসলিম সি-উপশাখা জনাব মোহাম্মদ ইউনুস ও সহকারী দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণ, শেষ কথা ও দোয়ার মাধ্যমে বিকাল ৩ ঘটিকায় ২য় অধিবেশন তথা প্রোগ্রামের সমাপ্তি হয়।
প্রেস বিজ্ঞপ্তিঃ
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X