কাতার যেসব এজেন্সির মাধ্যমে ওমরাহ আদায় করা যাবে

কাতার থেকে ওমরাহ আদায়ে আগ্রহীদের জন্য সরকার অনুমোদিত ওমরাহ ট্রাভেল এজেন্সির নাম প্রকাশ করেছে কাতারের ওয়াকফ মন্ত্রনালয়।

এই তালিকার বাইরে অন্য কেনো এজেন্টের মাধ্যমে কাতার থেকে ওমরাহ আদায় করতে সৌদিআরব যাওয়া যাবে না। কিছুদিন আগে এমন অনুমোদন ছাড়া ওমরাহ সেবা শুরু করায় কাতারে ৫ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় আওকাফ মন্ত্রণালয়।

ওয়াকফ মন্ত্রণালয়ের অনুমতি না নিয়েই এসব এজেন্সি কাতার থেকে ওমরা আদায় সম্পর্কিত কার্যক্রম শুরু করেছিল। কাতারে সব ট্রাভেল এজেন্সিকে নিয়ম মেনে ওমরা কার্যক্রম পরিচালনার জন্য আহবান জানিয়েছে ওয়াকফ মন্ত্রণালয়।

এখন পর্যন্ত কাতার কর্তৃপক্ষ ৮টি ট্রাভেল এজেন্সিকে কাতার থেকে ওমরাহ কার্যক্রম পরিচালনার অনুমোদ দিয়েছে। ট্রাভেল এজেন্সিগুলোর নাম ও টেলিফোন ও মোবাইল নাম্বার নিচে তুলে ধরা হলো;

  1. আলআনছার হজ ও ওমরাহ: ৫৫৫৩২০৬৬, ৪৪৬৯১১৬১
  2. বিন দারবেশ হজ ও ওমরাহ: ৫৫৫৫৭৪২৪
  3. আল ফুরকান হজ ও ওমরাহ: ৪৪৩৫৫০৫৫, ৫৫০৫৫৩৩৩
  4. আলকুদস হজ ও ওমরাহ: ৪৪৩৫৩৫১৪, ৫৫৫৩৩৬৪৭
  5. নুসুক হজ ও ওমরাহ: ৫৫৮১৭৪৬৮
  6. লাব্বাইক হজ ও ওমরাহ: ৪০১২৬৬৬৬, ৫৫৫২৩৪৩২
  7. দুররে মক্কা হজ ও ওমরাহ: ৫৫৩৩৮২১৭
  8. হাতেম হজ ও ওমরাহ: ৫৫৫২০১২১, ৪৪৬৫১৭৪৯

তবে এই মুহূর্তে কাতার থেকে কেবলমাত্র কাতারি নাগরিকরা ওমরাহ আদায়ের জন্য যেতে পারবেন। ট্রাভেল এজেন্সি সূত্রে জানা গেছে, সৌদি আরব কর্তৃপক্ষ এখনো বিদেশিদের জন্য ওমরাহ আদায়ের সুযোগ চালু করেনি।

তবে হজের পর এই সুযোগ চালু হতে পারে বলে আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.