5

সর্বশেষ

বিশেষ প্রতিনিধি,শ্রীমঙ্গলমৌলভীবাজারের শ্রীমঙ্গলে পথশিশুদের মুখে হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা কমিটি। শুক্রবার …

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিশ্রীমঙ্গলে জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে“তারুণ্যের উৎসব – ২০২৫” শীর্ষক বিশেষ সভা। সোমবার সরকারি বালিকা …

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার  মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজার-এর প্রবাসী সদস্যদের সমন্বয়ে গঠিত …

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজারমৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার …

বিশেষ প্রতিনিধি,শ্রীমঙ্গল জনতা ব্যাংক পিএলসি কর্তৃক ঘোষিত “ডিপোজিট হান্টিং”-এর ১০০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা এক অসামান্য অর্জনের …

Profession IT

পাসপোর্ট নিয়ে মুখোমুখি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পাসপোর্ট নবায়ন ইস্যু নিয়ে মুখোমুখি দাঁড়াল পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী পাসপোর্ট নিয়ে স্বরাষ্ট্রের দিকে আঙুল তোলেন।

আর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে, বিদেশে বাংলাদেশি কিছু মিশন বিষয়টিকে অতিরঞ্জিত করেছে।

১৭ আগষ্ট মঙ্গলবার এক অনুষ্ঠানের পর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন বন্ধ থাকা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, অনেক বাংলাদেশির পাসপোর্ট নবায়ন হচ্ছে না।

এর মূল কারণ ছাপা হচ্ছে না। আমরাও এখানে বহু পাসপোর্টর জন্য বসে আছি। ছাপা যন্ত্রের গন্ডগোল। পাসপোর্ট তো আমরা ইস্যু করি না। এটি স্বরাষ্ট্রের কাজ। তারা বলেছে ব্যবস্থা নিয়েছে। এখন ছাপা শুরু হবে। তারা আগে থেকে এটি নিয়ে চিন্তা করেনি কেন জানি না।

তবে বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের বৈদেশিক কিছু মিশন বিজ্ঞপ্তি দিয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশি এবং গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে।

যা অনাকাঙ্ক্ষিত এবং এ পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার মতো কিছু ছিল না। অতি পুরোনো হওয়ায় এমআরপিতে এ ধরনের সাময়িক প্রতিবন্ধকতা আগেও হয়েছে এবং সমাধানও হয়েছে। ই-পাসপোর্ট চালু না হওয়া পর্যন্ত এ ধনের সাময়িক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে জানানো হয়, ই-পাসপোর্ট চালুর জন্য ২০১৯ সালের জুলাই মাসে জার্মানির ভেরিডস জিএমবিএইচ চুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী দেশের অভ্যন্তরে ৭২টি পাসপোর্ট কার্যালয়ে আর দেশের বাইরে বাংলাদেশের ৮০টি মিশনে ১৮ মাসের মধ্যে চালুর কথা ছিল।

দেশের সব কার্যালয়ে এটি সম্ভব হলেও করোনার কারণে দেশের বাইরে কোনো মিশনেই ই-পাসপোর্ট চালু করা সম্ভব হয়নি। তাই সেখানে এমআরপি দেওয়া হচ্ছে। এমআরপির যন্ত্রপাতি ১১ বছরের পুরোনো। যন্ত্রপাতির ব্যবহার উপযোগিতা অনেক আগেই শেষ হয়েছে।

পুরোনো এমআরপি সিস্টেমকে সচল রাখতে অনেক প্রকার যন্ত্রপাতি হালনাগাদ ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। এর জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কেনা হয়েছে। এ ছাড়া কিছু সফটওয়্যারের হালনাগাদ করা ও পরিবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি করা হয়েছে।

বিদেশে পাসপোর্ট দেওয়ার জন্য অতিরিক্ত ৪০ লাখ এমআরপি বই আমদানি করা হয়েছে। এ ছাড়া এমআরপি সার্বিক সমস্যা সমাধানের জন্য মালয়েশিয়ার প্রতিষ্ঠান আইআরআইএস করপোরেশন বেরহেড এর সঙ্গে ১২ই আগস্ট চুক্তি সই হয়েছে।

এতে জানানো হয়, আগস্টের ১৬ ও ১৭ তারিখে ২১ হাজার ৬০ হাজার পাসপোর্টের আবেদনপত্র সহ আনুমানিক দেড় লাখ আবেদনের মধ্যে ৪ দিনে সর্বমোট ৩২ হাজার ৬০টি এমআরপির আবেদন সফটওয়্যারে প্রসেস করা হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে সকল পুরোনো আবেদন নিষ্পত্তি ও অগ্রগতি হবে। যে সফটওয়্যার দিয়ে এটি চালানো হয় অফিস সফটওয়্যার আইডেনটিফিকেশন সিস্টেম পুরোপুরি কখনো বন্ধ হয়নি। তবে এর গতি কমে গিয়েছিল।

Robir Bazar to Moraichora Road
Srg Biddut Both

মুহুর্ত ২৪ অনলাইন, প্রজন্মের বার্তাবাহক, বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।

অফিস

বি-রিং রোড-২ : দোহা-কাতার
গুলশান : ঢাকা, বাংলাদেশ
আবুদাবী : সংযুক্ত আরব আমীরাত
উপশহর : সিলেট, বাংলাদেশ
বার্সেলোনা : স্পেন

যোগাযোগ

সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]