শ্রীমঙ্গলে জামায়াত প্রার্থী এডভোকেট আব্দুর রবের মতবিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শ্রীমঙ্গলের গুহ রোডের এক রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

সভায় এডভোকেট আব্দুর রব বলেন,

“জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। আমরা দলীয় স্বার্থে নয়, উন্নত শ্রীমঙ্গল-কমলগঞ্জ গড়তে কাজ করব।”

তিনি আরও বলেন,

 “আমাদের অঞ্চলের প্রকৃতি, ট্যুরিজম, কৃষিভিত্তিক অর্থনীতি ও যোগাযোগ খাতের বিশাল সম্ভাবনা কাজে লাগানো হয়নি। এই খাতগুলো উন্নয়নে পরিকল্পিত প্রকল্প নেওয়া হবে।”

আব্দুর রব দুর্নীতি ও স্বজনপ্রীতির সমালোচনা করে বলেন,

“যারা রাষ্ট্রীয় পদে থেকে দুর্নীতি করেছেন, তারাই দেশের ক্ষতি করেছেন। সৎ নেতৃত্বই পারে বাংলাদেশকে উন্নত করতে।”

তিনি ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করে বলেন,

“আমাদের এলাকায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করেন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত থাকবে।”

আব্দুর রব আরও জানান,

“জামায়াতে ইসলামীসহ আট দল জুলাই বিপ্লবের আইনগত স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা চাই ২০২৬ সালের নির্বাচন নির্ধারিত সময়েই হোক এবং জুলাই সনদের আইনগত স্বীকৃতি নিশ্চিত করা হোক।”

সভায় জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা আমির মাওলানা মো. ইসমাইল হোসেন, সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম কামরুলসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।