বিশেষ প্রতিনিধি,শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পথশিশুদের মুখে হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা কমিটি। শুক্রবার সংগঠনটির তত্ত¦বাবধানে পরিচালিত আমাসুফ লার্নিং সেন্টার এর আয়োজনে ঐতিহাসিক বধ্যভূমি ৭১ প্রাঙ্গণে পথশিশুদের নিয়ে দিনব্যাপী আয়োজন করা হয় খেলাধুলা, পুরস্কার বিতরণ ও উন্নতমানের খাবার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ইনাম উল্লা খান, শ্রীমঙ্গল রেলওয়ে থানার সদস্য জহিরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাছির আহমেদ, সহ-সভাপতি ফকরুল আহম্মেদ, সাধারণ সম্পাদক উত্তম রায়, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক চৌধুরী মান্না, কোষাধ্যক্ষ প্রাণেশ দেবনাথ ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান মাফি প্রমুখ।
অনুষ্ঠানে অংশ নেওয়া পথশিশুরা সারাদিন উৎসাহ ও উৎদ্দিপনায় মেতে থাকে। সমাজের অবহেলিত এই শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে এবং তাদের মনোবল বাড়াতে এ আয়োজন শ্রীমঙ্গলে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন অতিথিরা।
তারা পথশিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও আমাসুফের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজকরা জানান, পথশিশুদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই আমাসুফ লার্নিং সেন্টারের এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে। তাদের বিশ্বাস “সুযোগ পেলে পথশিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশের সম্পদ হয়ে উঠবে।”
