
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গলে জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে
“তারুণ্যের উৎসব – ২০২৫” শীর্ষক বিশেষ সভা।
সোমবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মঙ্গলবার শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত তারুণ্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন।
জনতা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল ইসলাম এর সার্বিক উৎসাহে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন কামালসহ অন্যান্য শিক্ষকবৃন্দসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থীর অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
সভায় জনতা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম ও সেবা—বিশেষ করে স্কুল ব্যাংকিং, আর্থিক সঞ্চয় পরিকল্পনা, আধুনিক ব্যাংকিং সেবা, ঋণ ও বিনিয়োগ সুবিধা, জাল নোট সনাক্তকরণ এবং উদ্যোক্তা উন্নয়ন সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ব্যাংকিং ও আর্থিক কর্মকাণ্ডে সচেতন করবে এবং ভবিষ্যতে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X