কাতারে প্রচন্ড গরমের মধ্যেও অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রবিবার দ্বিতীয় দিনের মতো ফুটবলাররা অনুশীলন করেন কাতার বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে।
বাংলাদেশ ফুটবল দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন গালফ বাংলাকে এই তথ্য জানান।
বিশ্বকাপ বাছাই পর্ব ও এএফসি এশিয়ান কাপের তিনটি ম্যাচ খেলতে শুক্রবার কাতারের রাজধানী দোহায় এসে পৌঁছায় ২৩ ফুটবলারসহ ৩২ সদস্যের বাংলাদেশ দল।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪