⏲ বিকাল ৫:০০ বুধবার
📆 ৩১ বৈশাখ, ১৪৩২, ১৫ জিলকদ, ১৪৪৬ , ১৪ মে, ২০২৫

প্যারিস-বাংলা প্রেসক্লাবের সম্মাননা ও সম্প্রীতির আলোক সন্ধ্যা অনুষ্ঠিত

শেখ সরোয়ার জাহান, প্যারিস থেকে

প্যারিস, ফ্রান্স — প্যারিস-বাংলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “সম্মাননা ও সম্প্রীতির আলোক সন্ধ্যা” শীর্ষক এক অনাড়ম্বর অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় প্যারিসের গার দো নর্দ এলাকার কাচ্ছি হাউজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন অর্জন ও শুভক্ষণগুলো উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলকে ‘বাংলা-কাগজ অ্যাওয়ার্ড’ প্রাপ্তির জন্য আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি, সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সদ্য সমাপ্ত বাংলাদেশ সফর এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু ও দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামানের ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের অনুমতি লাভ উপলক্ষে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন শুভ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মানিত সদস্য সাবুল আহমেদ। তিনি সংগঠনের কার্যক্রমে গতিশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যপর্বে অন্যান্য নেতৃবৃন্দও প্রেসক্লাবের সাম্প্রতিক সাফল্য, সদস্যদের ব্যক্তিগত অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তাঁরা আশা প্রকাশ করেন, প্যারিস-বাংলা প্রেসক্লাব ভবিষ্যতে আরও শক্তিশালীভাবে সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডে অবদান রাখবে।

আন্তরিকতা ও সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নৈশভোজের মধ্য দিয়ে।

Muhurto 24 News
📆 আজ: বুধবার
🕐 সময় -বিকাল ৫:০০ - (গ্রীষ্মকাল)
◘ ৩১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
◘ ১৫ জিলকদ, ১৪৪৬ - হিজরী