⏲ সন্ধ্যা ৭:২৬ বুধবার
📆 ৩১ বৈশাখ, ১৪৩২, ১৫ জিলকদ, ১৪৪৬ , ১৪ মে, ২০২৫

শ্রীমঙ্গলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল
‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী শুদ্ধতা’’— এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের নটরডেম স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে ‘‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’’—এই বিষয়ের ওপর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নটরডেম স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিক দল। ওই স্কুলের বিতার্কিক সায়ন্তী দেব দিয়া সেরা বক্তার পুরস্কার অর্জন করেন। রানারআপ হয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল।

অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের উপপরিচালক মো. এরশাদ মিয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উপজেলা দুপ্রক শ্রীমঙ্গলের সহ-সভাপতি এ.এন.এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক মো. কাওছার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মো. রফি আহমেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ সিএসসি, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত প্রসাদ কুমী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ তালুকদার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।

উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল দি বাডস রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বিটিআরআই উচ্চ বিদ্যালয়।

Muhurto 24 News
📆 আজ: বুধবার
🕐 সময় -সন্ধ্যা ৭:২৬ - (গ্রীষ্মকাল)
◘ ৩১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
◘ ১৫ জিলকদ, ১৪৪৬ - হিজরী