
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন— শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের উদ্যোগে নবগঠিত নির্বাহী পরিষদ এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আলহাজ্ব এএসএম ইয়াহইয়ার সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ ও হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়েরে যৌথ সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো: মহসিন মিয়া মধু।
অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের উপদেষ্টা শায়খ মাওলানা আব্দুর রউফ, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার নায়েবে আমীর শায়খ মাওলানা ফজলুর রহমান, সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা মো: আয়েত আলী, মুফতী মনির উদ্দিন, মাওলানা সালাহ উদ্দীন দুলাল।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য তুলে ধরে বলেন, “রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এটি শিক্ষা ও আত্মশুদ্ধির মাস। রমজানে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য ইবাদতে মনোযোগী হতে হবে। পাশাপাশি দ্বীনের তরে আমাদের কাজকে আরও বেগবান করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মালিক কমলগঞ্জী, হাজী আব্দুল কাইয়ৃুম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সহসাধারণ সম্পাদক হাফেজ ওলিউর রহমান তুহিন, মাওলানা এহসান বিন মুজাহির, মোস্তাফিজুল হক সেলিম, হাফেজ কাজী আবু তাহের, কোষাধ্যক্ষ আজিজুর রহমান ফটিক, সহকোষাধ্যক্ষ কাজী মাওলানা শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম বাশার, সহসাংগঠনিক সম্পাদক মুফতী আজিজুর রহমান সিরাজী, প্রচার সম্পাদক মাওলানা আবুল কাশেম আজাদী, মিডিয়া বিষয়ক সম্পাদক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, অফিস সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সহঅফিস সম্পাদক হাফেজ আব্দুল মুমিন প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে বিভিন্ন দলের নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার ২শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।
আলোচনা সভা পরবর্তী সংগঠনের উপদেষ্টা শায়খ মাওলানা আব্দুর রউফ এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টায় রেলওয়ে স্টেশন জামে মসজিদে শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের ২০২৫-২০২৭ সেশনের জন্য ৩ বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X