অল্প দিনে হিফজ সম্পন্ন করায় নুসাইবা ও ইসামুদ্দীনকে এলাকাবাসীর সংবর্ধনা

আবদুর রউফ আশরাফ:

অল্প দিনে হিফজ সম্পন্ন করায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পশ্চিম কামালখানী এলাকাবাসীর পক্ষ হতে দুই মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পশ্চিম কামালখানী জামে মসজিদের বার্ষিক ইসলামী মহা সম্মেলনে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করায় দুই মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বানিয়াচং পশ্চিম কামালখানী এলাকাবাসী।

জানা যায়, জামিয়া শরইয়্যাহ মহিলা মাদরাসা তেতৈয়া, হবিগঞ্জ থেকে অল্পদিনে তাজকিরা জান্নাত নুসাইবা ও হযরত শাইখে গুণই রহ. ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পরিচালিত আনওয়ারুল কুরআন শেলী-জালাল ইসলামিয়া মাদরাসার থেকে মুহাম্মদ ইসামুদ্দীন ৮ মাস ১০ দিনে হিফজ সম্পন্ন করায় তাদের এই বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাজকিরা জান্নাতের বাবা মাওলানা আহমদুল হক তার ক্রেস্ট গ্রহন করেন, সেই সাথে এলাকার মেধাবী যুবক মুহাম্মদ হৃদয়ের পক্ষ থেকে ইসামুদীনকে পাঞ্জাবি নুসাইবাকে বোরকা উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আইয়ুব বিন সিদ্দিক, মাওলানা জালাল উদ্দিন, মসজিদ কমিটির সভাপতি জানাব আলী আকবর, মাওলানা আমীন উদ্দিন ফরাশ, মাওলানা ইমরান আহমদ উসমানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবকবৃন্দ