
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
“শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মাদরাসার পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।” বলে মন্তব্য করেছেন রাজনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও নুরুল কুরআন মাদরাসা মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল।
রবিবার (২৩) ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজার শহরের চুবড়া রোডে অবস্থিত তারবিয়াতুল উম্মাহ মডেল মাদরাসার পরিচালক মাওলানা শাহ মিসবাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে মাওলানা আহমদ বিলাল।
সভাপতির বক্তব্যে মাদরাসার পরিচালক মাওলানা শাহ মিসবাহ সকল অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে মায়েদের ভূমিকা অনেক বেশি। যথাসময়ে শিক্ষার্থীদেরকে মাদরাসায় পাঠানো ও হোমওয়ার্ক বিষয়ে সবাইকে গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন। আসন্ন রমজান মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রমে মাদরাসার শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে তিনি অনুরোধ জানান।
উক্ত সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাদরাসার শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X