
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূনবীর ইউনিয়নের অন্তর্ভুক্ত ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বার্ষিক মিলাদ মাহফিল, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী শভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকায় কলেজ ক্যাম্পাসে ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবু ঝলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ জাবেদ হোসাইন ও ধর্মীয় শিক্ষক মাওলানা জয়নাল আবেদীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যক্ষ বাবু দীপংকর দাশ, সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি হুমায়ুন কবীর, অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক বিজিবি মোঃ আলাউদ্দিন, মাওলানা শাকির আহমদ মাছুম, মাওলানা বজলুর রহমান তরফদার, মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, মানবাধিকার কর্মী লুৎফুল হক লোকমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাসউদুর রহমান প্রমুখ।
এছাড়াও ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এবং নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের আলোকে জীবন পরিচালনার ব্যাপারে তাগিদ দেন।
আলোচনা শেষে ক্বিরাত ও হামদ-না’ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। ধর্মীয় শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X