মৌলভীবাজারে সৃজনঘরের নির্বাহী কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:

সিলেট-মৌলভীবাজারের মননশীল তরুণদের সংগঠন শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর-এর নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) মৌলভীবাজার শহরস্থ ইমাদদীন অ্যাকাডেমিতে সৃজনঘর সভাপতি মাওলানা আহমদ কবীর খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হামমাদ রাগিব এর সঞ্চালনায় পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত করেন দফতর সম্পাদক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ।

সৃজনঘর সভাপতি মাওলানা আহমদ কবীর খলিলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বৈঠকে অংশ নেন যুগ্ম সম্পাদক মাওলানা ইবাদ বিন সিদ্দিক, অর্থ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান রাফে, সাহিত্য সম্পাদক মামুন আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা জামিল আহমদ, সদস্য মাওলানা লাবীব শাহেল।

উল্লেখ্য, শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর বিগত ২০১৪ সাল থেকে সিলেট-মৌলভীবাজারের মননশীল তরুণদের মধ্যে ইসলামের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে সচেতনতা তৈরি এবং এর চর্চাকে ব্যাপক করার লক্ষ্যে বিশেষায়িত কাজ ও উদ্যোগ গ্রহণে তৎপর থাকার চেষ্টা করে আসছে।

মুআমু/