
মৌলভীবাজার প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনে জনগণ বিএনপির নেতাকর্মীদের ভালো কাজগুলোকেই বিবেচনায় নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা যুবদলের আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাজী মুজিব বলেন, “বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল—সবাই আমরা এক পরিবারের সদস্য। আমাদের উদ্দেশ্য এক। এখন সবাইকে ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সবসময় জনসেবামূলক কাজ করতে হবে। সামনে নির্বাচন আসলে আমাদের ভালো কাজগুলোই মানুষ বিবেচনা করবে।”
শ্রীমঙ্গল শহরতলীর হবিগঞ্জ সড়কসংলগ্ন মনাইউল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা দুরুদ আহমদ, নুরুল আলম সিদ্দিকী, তাজ উদ্দিন তাজু, আব্দুল মুহিত কদর আলী, মোছাব্বির আলী মুন্না ও টিটু আহমদ। এছাড়াও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তারা আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X