নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর, ঐতিহ্যবাহী শেখবাড়ী জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) দ্বারা পরিচালিত ‘ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ’ ইসলামী শিক্ষার বিকাশে দেশব্যাপী অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় পরীক্ষা আয়োজনের মাধ্যমে মক্তব শিক্ষার্থীদের জ্ঞান যাচাই ও মেধা বিকাশের পথ সুগম করে দিয়েছে।
আগামীকাল শনিবার (১৮ জানুয়ারি) ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশের অধিনে ২য় কেন্দ্রীয় পরীক্ষা দেশের বিভিন্ন জেলার ৩০টি মারকাযে অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৩,০০০ হাজার মক্তবের শিক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৬০ জন পরীক্ষক এবং প্রতিটি মারকাযে একজন করে জিম্মাদার নিযুক্ত করা হয়েছে।
বর্তমানে বোর্ডের অধীনে ৪০০টি মক্তব ইলহাকভুক্ত রয়েছে। যেখানে প্রায় ১৫,০০০ জন ছাত্র-ছাত্রী নিয়মিত কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত, আকিদার মৌলিক শিক্ষা, নামাজের সঠিক পদ্ধতি, প্রয়োজনীয় দুআ-দুরুদ, প্রাথমিক হাদিস এবং নৈতিক শিক্ষা গ্রহণ করছে।
অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মুফতি তোফায়েল খান রাহমানী বলেন, শুধু পরীক্ষাতেই আমরা সীমাবদ্ধ নয়, মক্তব শিক্ষার মানোন্নয়নে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আত্মিক উন্নতিতে সহায়তা করার লক্ষ্যে বোর্ড কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের বিশ্বাস, এ উদ্যোগ ইসলামী শিক্ষার ভিত্তি মজবুত করার পাশাপাশি নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করবে।
মুআমু/
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
 - Click to print (Opens in new window) Print
 - Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
 - Click to email a link to a friend (Opens in new window) Email
 - Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
 - Click to share on X (Opens in new window) X
 - Click to share on X (Opens in new window) X
 
											
															
						