নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে আগামীকাল রবিবার (১২ জানুয়ারি) বেলা ২টায় চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বিশেষ অতিথির বক্তব্য দেবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী।
সভায় চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, জীবনমানের উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করা এবং ন্যায্য মজুরির দাবিতে এ চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
মুআমু/
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪