
মুস্তাকিম আল মুনতাজ, নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালাপুর ইউনিয়নের মাজডিহি গ্রামে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ এর অধীনে পরিচালিত মোল্লাবাড়ি নূরানি মক্তব কর্তৃক আয়োজিত বার্ষিক পুরষ্কার বিতরণী ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ডিসেম্বর) সকালে মোল্লাবাড়ি নূরানি মক্তব পরিচালক মাওলানা তারেক জামিলের সঞ্চালনায় ও জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামান (জসিম) তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেখবাড়ি জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা জাফর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা শ্রীমঙ্গলের সহকারী পরিচালক মাওলানা ইবাদুর রহমান তালুকদার, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডট কম এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, আলেম ও লেখক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, কাতার প্রবাসী ইকবাল হুসাইন প্রমূখ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, বেশ কিছুদিন আগেও প্রায় এলাকাতেই মসজিদভিত্তিক কুরআন শিক্ষার প্রভাতী মক্তব চলত। শিশুদের কুরআন শিক্ষা এবং ইসলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞানার্জনের শিক্ষাকেন্দ্র ছিল সকালের এসব মক্তব। সেখানে স্কুলের শিক্ষার্থীরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, প্রয়োজনীয় মাসয়ালা, দোয়া-দরুদ ও নামাজ-রোজার নিয়ম-কানুন শিখত। গ্রামবাংলার ঐতিহ্য মক্তব শিক্ষা কালের বিবর্তনে হারিয়ে গেছে। এখন আর আগের মতো শিশুদের দলবেঁধে কোরআন শিক্ষার জন্য মসজিদের মক্তবে যেতে দেখা যায় না। আলিফ, বা, তা এর শব্দে মুখরিত হয় না গ্রামবাংলার জনপদ। এখন এসব ইতিহাস হয়ে যাচ্ছে। নানা কারণে মক্তবগুলো বন্ধ কিংবা বন্ধের পথে। এর প্রভাব পড়ছে নতুন প্রজন্মের মধ্যে। এ কারণে এলাকার শিশু-কিশোররা কুরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আবার কোথাও কোথাও নামমাত্র মক্তব চালু আছে। কিন্তু সেগুলোতেও আগের মতো জৌলুশ নেই। শিশুদের উপস্থিতি নেই বললেই চলে। ফলে আমাদের এখনকার ছেলেমেয়েরা শিক্ষিত হলেও শুদ্ধভাবে কুরআন শিক্ষার সুযোগ পাচ্ছে না। কোনো কোনো অভিভাবক হয়তো বাসায় প্রাইভেট টিউটর রেখে কুরআন শেখাচ্ছেন, তাতে কেউ কেউ কুরআন এক খতম করে দায়িত্ব শেষ মনে করছে। কিন্তু প্রতিযোগিতাপূর্ণ অনুশীলন ও চর্চা না থাকার কারণে পরবর্তী জীবনে কুরআন পাঠ ভুলে যাচ্ছে। আর তাই, এসব মক্তব চালু রাখতে আমাদের সবার আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X