5

সর্বশেষ

বিশেষ প্রতিনিধি,শ্রীমঙ্গলমৌলভীবাজারের শ্রীমঙ্গলে পথশিশুদের মুখে হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা কমিটি। শুক্রবার …

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিশ্রীমঙ্গলে জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে“তারুণ্যের উৎসব – ২০২৫” শীর্ষক বিশেষ সভা। সোমবার সরকারি বালিকা …

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার  মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজার-এর প্রবাসী সদস্যদের সমন্বয়ে গঠিত …

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজারমৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার …

বিশেষ প্রতিনিধি,শ্রীমঙ্গল জনতা ব্যাংক পিএলসি কর্তৃক ঘোষিত “ডিপোজিট হান্টিং”-এর ১০০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা এক অসামান্য অর্জনের …

Profession IT

জমকালো আয়োজনে শ্রীমঙ্গলে তারুণ্য ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মুস্তাকিম আল মুনতাজ, নিজস্ব প্রতিবেদক:

‘একটি জাতির প্রকৃত উন্নতি নির্ভর করে তার নৈতিকতা, মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলির উপর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য যে আদর্শ রেখে গেছেন, তা পৃথিবীর সর্বোত্তম নৈতিক শিক্ষা ও জীবনের দিকনির্দেশনা হিসেবে পরিগণিত। তাঁর শিক্ষা ও আদর্শ শুধু একটি নির্দিষ্ট যুগ বা জাতির জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি পরিপূর্ণ দৃষ্টান্ত। তাঁর পথনির্দেশনা ছাড়া জাতির সার্বিক উন্নতি ও মানবিক মূল্যবোধের প্রসার অসম্ভব। রাসুলুল্লাহ (সাঃ) তাঁর জীবন ও কর্মের মাধ্যমে মানুষের মধ্যে এমন সব গুণাবলি গড়ে তুলেছেন যা আজকের সমাজে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় প্রয়োজনীয়। তিনি মানবিক মূল্যবোধ, আত্মসম্মানবোধ এবং দায়িত্বশীলতার মাধ্যমে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নীতি ও আদর্শ ছাড়া যে উন্নয়ন সম্ভব, তা কেবল বাহ্যিকভাবে উন্নত হতে পারে; তবে তা কখনোই স্থায়ী ও স্বচ্ছ হবে না। কারণ, যে সমাজের ভিত্তি নৈতিকতাহীন, সেখানে শান্তি ও সমৃদ্ধির বিকাশ স্থায়ী হতে পারে না।  আধুনিক সমাজে নৈতিক অবক্ষয়, অসৎ ব্যবসায়িক আচরণ, সামাজিক দায়িত্বে অবহেলা এবং নেতৃত্বের সংকট জাতির জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাসুলুল্লাহ (সাঃ)-এর শিক্ষা অনুযায়ী সত্য, সততা, ন্যায়বিচার ও নৈতিকতার মূলনীতিগুলি যদি জাতির জীবনে প্রতিষ্ঠিত না হয়, তবে কোনো উন্নয়নই মানুষের প্রকৃত কল্যাণ ও জাতির স্থায়ী উন্নয়নের জন্য যথেষ্ট নয়।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তারুণ্যের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘তারুণ্য পরিষদ শ্রীমঙ্গল’ এর উদ্যোগে আয়োজিত রাসুলুল্লাহ সা.-এর সীরাতের আলোকে সমাজ গঠনে ‘তারুণ্য ভাবনা শীর্ষক সেমিনারে’ বক্তারা এসব কথা বলেন।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ২টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ শাদীমহল সেন্টারে আব্দুস সামাদের সঞ্চালনায় ও শ্রীমঙ্গল আনওয়ারুল উলূম ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুন নূর (বড় হুজুর) এর উদ্বোধনের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়।

সেমিনারে বিষয় ভিত্তিক আলোচনা করেন ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশ এর চেয়ারম্যান, দার্শনিক ও কবি মাওলানা মুসা আল হাফিজ, এরফোর্ট বিশ্ববিদ্যালয় জার্মানির পিএইচডি গবেষক ও আল্লামা ফুলতলী সাহেব রহ.-এর সুযোগ্য উত্তরসূরি মাওলানা মারজান আহমদ চৌধুরী, শেখবাড়ি জামিয়ার মঈনে মুহতামিম, আল্লামা শায়খে বর্ণভী রহ.-এর সুযোগ্য উত্তরসূরি মাওলানা শেখ সা’দ আহমদ আমীন বর্ণভী।

অনুষ্ঠানে তিলাওয়াত করেন ক্বারী সাইফুল ইসলাম ও আলোচনার ফাঁকে ফাঁকে নাশিদ গেয়ে শ্রোতাদের বিমুগ্ধ করেন আবদারখ্যাত সময়ের আলোচিত শিল্পী মাহমুদ আব্দুল কাদির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী।

বর্ণাঢ্য এ সেমিনারে বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাজারো তরুণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্রোতাদের জন্য আলোচ্য বিষয়ের উপর থাকে প্রশ্নত্তোর পর্ব। তাছাড়া অংশগ্রহণকারীদের নোট প্যাড ও কলম প্রদান করে কর্তৃপক্ষ।

দিনব্যাপী এ আয়োজনে শ্রীমঙ্গলের বরেণ্য উলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Robir Bazar to Moraichora Road
Srg Biddut Both

মুহুর্ত ২৪ অনলাইন, প্রজন্মের বার্তাবাহক, বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।

অফিস

বি-রিং রোড-২ : দোহা-কাতার
গুলশান : ঢাকা, বাংলাদেশ
আবুদাবী : সংযুক্ত আরব আমীরাত
উপশহর : সিলেট, বাংলাদেশ
বার্সেলোনা : স্পেন

যোগাযোগ

সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]