
মুস্তাকিম আল মুনতাজ, নিজস্ব প্রতিবেদক:
‘একটি জাতির প্রকৃত উন্নতি নির্ভর করে তার নৈতিকতা, মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলির উপর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য যে আদর্শ রেখে গেছেন, তা পৃথিবীর সর্বোত্তম নৈতিক শিক্ষা ও জীবনের দিকনির্দেশনা হিসেবে পরিগণিত। তাঁর শিক্ষা ও আদর্শ শুধু একটি নির্দিষ্ট যুগ বা জাতির জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি পরিপূর্ণ দৃষ্টান্ত। তাঁর পথনির্দেশনা ছাড়া জাতির সার্বিক উন্নতি ও মানবিক মূল্যবোধের প্রসার অসম্ভব। রাসুলুল্লাহ (সাঃ) তাঁর জীবন ও কর্মের মাধ্যমে মানুষের মধ্যে এমন সব গুণাবলি গড়ে তুলেছেন যা আজকের সমাজে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় প্রয়োজনীয়। তিনি মানবিক মূল্যবোধ, আত্মসম্মানবোধ এবং দায়িত্বশীলতার মাধ্যমে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নীতি ও আদর্শ ছাড়া যে উন্নয়ন সম্ভব, তা কেবল বাহ্যিকভাবে উন্নত হতে পারে; তবে তা কখনোই স্থায়ী ও স্বচ্ছ হবে না। কারণ, যে সমাজের ভিত্তি নৈতিকতাহীন, সেখানে শান্তি ও সমৃদ্ধির বিকাশ স্থায়ী হতে পারে না। আধুনিক সমাজে নৈতিক অবক্ষয়, অসৎ ব্যবসায়িক আচরণ, সামাজিক দায়িত্বে অবহেলা এবং নেতৃত্বের সংকট জাতির জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাসুলুল্লাহ (সাঃ)-এর শিক্ষা অনুযায়ী সত্য, সততা, ন্যায়বিচার ও নৈতিকতার মূলনীতিগুলি যদি জাতির জীবনে প্রতিষ্ঠিত না হয়, তবে কোনো উন্নয়নই মানুষের প্রকৃত কল্যাণ ও জাতির স্থায়ী উন্নয়নের জন্য যথেষ্ট নয়।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তারুণ্যের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘তারুণ্য পরিষদ শ্রীমঙ্গল’ এর উদ্যোগে আয়োজিত রাসুলুল্লাহ সা.-এর সীরাতের আলোকে সমাজ গঠনে ‘তারুণ্য ভাবনা শীর্ষক সেমিনারে’ বক্তারা এসব কথা বলেন।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ২টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ শাদীমহল সেন্টারে আব্দুস সামাদের সঞ্চালনায় ও শ্রীমঙ্গল আনওয়ারুল উলূম ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুন নূর (বড় হুজুর) এর উদ্বোধনের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়।
সেমিনারে বিষয় ভিত্তিক আলোচনা করেন ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশ এর চেয়ারম্যান, দার্শনিক ও কবি মাওলানা মুসা আল হাফিজ, এরফোর্ট বিশ্ববিদ্যালয় জার্মানির পিএইচডি গবেষক ও আল্লামা ফুলতলী সাহেব রহ.-এর সুযোগ্য উত্তরসূরি মাওলানা মারজান আহমদ চৌধুরী, শেখবাড়ি জামিয়ার মঈনে মুহতামিম, আল্লামা শায়খে বর্ণভী রহ.-এর সুযোগ্য উত্তরসূরি মাওলানা শেখ সা’দ আহমদ আমীন বর্ণভী।
অনুষ্ঠানে তিলাওয়াত করেন ক্বারী সাইফুল ইসলাম ও আলোচনার ফাঁকে ফাঁকে নাশিদ গেয়ে শ্রোতাদের বিমুগ্ধ করেন আবদারখ্যাত সময়ের আলোচিত শিল্পী মাহমুদ আব্দুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী।
বর্ণাঢ্য এ সেমিনারে বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাজারো তরুণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্রোতাদের জন্য আলোচ্য বিষয়ের উপর থাকে প্রশ্নত্তোর পর্ব। তাছাড়া অংশগ্রহণকারীদের নোট প্যাড ও কলম প্রদান করে কর্তৃপক্ষ।
দিনব্যাপী এ আয়োজনে শ্রীমঙ্গলের বরেণ্য উলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X