
মুস্তাকিম আল মুনতাজ, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তারুণ্যের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘তারুণ্য পরিষদ শ্রীমঙ্গল’ এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাসুলুল্লাহ সা.-এর সিরাতের আলোকে সমাজ গঠনে ‘তারুণ্য ভাবনা শীর্ষক সেমিনার’।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ২টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ শাদীমহল সেন্টারে শ্রীমঙ্গল আনওয়ারুল উলূম ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুন নূর (বড় হুজুর) এর উদ্বোধনের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হবে।
সেমিনারে বিষয় ভিত্তিক আলোচনা করবেন- ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশ এর চেয়ারম্যান, দার্শনিক ও কবি মাওলানা মুসা আল হাফিজ, এরফোর্ট বিশ্ববিদ্যালয় জার্মানির পিএইচডি গবেষক ও আল্লামা ফুলতলী সাহেব রহ.-এর সুযোগ্য উত্তরসূরি মাওলানা মারজান আহমদ চৌধুরী, শেখবাড়ি জামিয়ার মঈনে মুহতামিম, আল্লামা শায়খে বর্ণভী রহ.-এর সুযোগ্য উত্তরসূরি মাওলানা শেখ সা’দ আহমদ আমীন বর্ণভী।
অনুষ্ঠানে তিলাওয়াত করবেন- ক্বারী সাইফুল ইসলাম ও নাশিদ গাইবেন আবদারখ্যাত সময়ের আলোচিত শিল্পী মাহমুদ আব্দুল কাদির।
তারুণ্য পরিষদ শ্রীমঙ্গলের সেমিনার পরিচালনা কমিটির আহবায়ক খালেদ আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে সেমিনারের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। যথাসময়ে মেহমানরা এসে উপস্থিত হবেন এবং অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ।
সেমিনার পরিচালনা কমিটির সহ-আহবায়ক আবু সুফিয়ান রায়হান জানান, তারুণ্যের ভাবনা সেমিনার মূলত স্কুল-কলেজ, মাদরাসা, ইউনিভার্সিটি ও তরুণ যুবসমাজকে টার্গেট করে ভিন্নরূপে সাজানো হয়েছে। যাতে করে সেমিনার থেকে আমাদের তরুণ সমাজ রাসুলুল্লাহ সা.-এর সিরাত সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান লাভ করতে পারে। তাছাড়া আলোচকদেরও নির্দিষ্ট বিষয় দেয়া হয়েছে। আশাবাদী, এ সেমিনার শ্রীমঙ্গলের তরুণ সমাজে প্রভাব ফেলবে। এছাড়াও উপস্থিত স্রোতাদের জন্য থাকছে প্রশ্নত্তোর পর্ব, নোট প্যাড ও কলম, সন্ধ্যায় প্যাকেট লাঞ্চ।
দিনব্যাপী এ আয়োজনে শ্রীমঙ্গলের বরেণ্য উলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X