
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসমাপ্ত জুলাইয়ের ব্যানারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় শ্রীমঙ্গল চৌমুহনী পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
এতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য দেশপ্রেমিক আলেম ও নাগরিকদের গুম-খুনের মূল কারিগর, পিলখানা গণহত্যার খলনায়ক উল্লেখ করে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধের দাবি জানানো হয়।
মাওলানা জুনাইদ আহমদ জুনেদের সঞ্চালনায় হাফেজ আব্দুল কাইয়ূমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গলের জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব সৈয়দ ফয়েজ আহমদ, বিশিষ্ট মানবাধিকারকর্মী লুৎফুল হক লোকমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম, শেখ রিপন আলী ওয়ারিস, মাহবুবুর রহমান মুন্না, আলি হায়দার, মোঃ সাফরান আহমেদ ছাদী, তানজীর উজ জামান চৌধুরী (মাফী), সোলেমান হোসেন (সায়েম), নাইম আহমেদ, মোঃ ইয়ামন, কামরুল ইসলাম ওহি, ফাহিম আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, এই দেশে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বের দরবারে ইসলামকে জঙ্গিবাদের উৎপত্তিস্থল সাজাতে প্রথম আলো ও ডেইলি স্টার এককভাবে ভুমিকা রেখেছে। ইসলামী সংগঠনগুলোর সমাজসেবামূলক, মানবিক কর্মকাণ্ডগুলো কখনো তাদের পত্রিকায় প্রকাশ হয়নি। শুধু ফ্যাসিস্টদের পক্ষে মিথ্যা দালালি করেছে। বিশেষ করে ১/১১ ঘটিয়ে হাসিনা সরকারকে ক্ষমতায় এনেছে তারা।’
আমরা মনে করি, প্রথম আলো এবং ডেইলি স্টার থেকে যাওয়া মানে দেশে শেখ হাসিনার প্রেতাত্মা ঘুরে বেড়ানো এবং অগণিত ছাত্র-জনতার তাজা রক্তের সাথে গাদ্দারি করার শামিল। সুতরাং আমাদের দাবি হচ্ছে, অবিলম্বে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো ভারতীয় পেইড প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করতে হবে। একইসংঙ্গে তাদের বিচারের মুখোমুখি করে ভবিষ্যতে এমন জীবন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অন্তরায় নিশ্চিত করতে হবে এবং দেশকে কলঙ্কমুক্ত করতে হবে।’
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X