
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হন। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ভানুগাছ-শ্রীমঙ্গল রোডের বটতলাএলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা চারজন শিক্ষার্থী একটি সিএনজি চালিত অটোরিকশায় করে যাত্রা করছিলেন। বটতলা বাজারে পৌঁছালে একটি শিশু সড়কে হঠাৎ চলে এলে গাড়ি চালক সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে সিএনজি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী, আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও অমিত সূত্রধর (১৮) নিহত হন।
নিহত আব্দুল্লাহ আল সায়েম শ্রীমঙ্গল উপজেলাধীন ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের মাজদিহি এলাকার কার ড্রাইভার কাসেম মিয়ার ছেলে এবং নিহত অমিত সূত্রধরও শ্রীমঙ্গলের বাসিন্দা।
এ সময় আহত হন শাহীন মিয়া (১৮), সৈকত দেব (১৮) ও শিশুটি, জান্নাতুল (১১)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত অমিত ও জান্নাতুলকে মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে অমিত মারা যান।
নিহত শিক্ষার্থীরা কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। কলেজ কর্তৃপক্ষ ও সহপাঠীরা এ মর্মান্তিক ঘটনায় শোকাহত। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকাবাসী ও কলেজে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X