
আব্দুর রউফ আশরফ, বানিয়াচং প্রতিনিধি:
বানিয়াচংয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় একটি র্যালি বানিয়াচং সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে জাতীয় ও সমবায়ের প্রতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শামিমা আক্তার, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আব্দুর রহিম, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মোশারফ হোসেন, সমবায়ী রতীন্দ্র বিশ্বাস, খালেদ মাহমুদ প্রমুখ। এছাড়া সমায় অফিসের সহকারী পরিদর্শক নয়নমনি সরকার, শুভ্রকান্তি দাস, বিভিন্ন অফিসার ও ১শ ৪৪টি সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কালীপুর মৎস্যজীবি ও আড়িয়ামুগুর মৎস্যজীবি সমবায় সমিতিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X