
নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের ইসলাম ও আলিমদের জীবন ও কর্ম নিয়ে রচিত বহুল আলোচিত “মৌলভী” গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও নাশিদ মাহফিল গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় মৌলভীবাজার এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বরুণার পীর শায়খ সাইদুর রহমান হামিদীর সভাপতিত্বে মৌলভী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন হাফিজ ইসমাঈল হোসাইন সরদার।
বিটিভি ও এনটিভির নিয়মিত ক্বারী জামাল আহমদ কাসেমীর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলেম ও দার্শনিক মাওলানা মুসা আল হাফিজ, বিশেষ অতিথি ইসলামী ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, সিলেট নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা নাজমুদ্দিন কাসিমী, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, বিশিষ্ট লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী)।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ ইউসুফ আলমগীর, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি শামসুল ইসলাম, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদরাসা মৌলভীবাজারের প্রিন্সিপাল মুফতি শামসুজ্জোহা, খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ক্বারী ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলনা আব্দুল কুদ্দুস, জামেয়া রাহমানিয়া মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা জামিল আহমদ আনসারী, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজর অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল, দারুল উলূম মাদরাসা মৌলভীবাজারের সহকারী শিক্ষাসচিব মাওলানা আব্দুল মুনঈম, মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলাউর রাহমান টিপু, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের প্রিন্সিপাল হা. মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, মৌলভীবাজার সরকারি কলেজের ইসলামি ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর হাফিজ মাহবুবুর রহমান ওসমানী, মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী, বিশিষ্ট ইসলামি ব্যাক্তিত্ব ও বিশিষ্ট শিল্পপতি হা. মোসলেহ উদ্দিন আখন্দ।
বক্তারা বইটির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বইটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করেন। বইটি মৌলভীবাজারের ইতিহাস, প্রত্নতত্ত্ব, আলিমদের জীবন ও অবদান বিষয়ক এবং গবেষণাধর্মী হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করেন।
সন্ধ্যায় শুরু হয় নাশিদ মাহফিল । নাশিদ পরিবেশন করেন জনপ্রিয় নাশিদ শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আবদুল্লাহ, শেখ এনাম, মাহমুদ আব্দুল কাদির, তানজির আহমদ, মতিউর রহমান এনামসহ আবাবিল সাংস্কৃতিক ফোরাম ও ইনভাইট নাশিদ গ্রুপে শিল্পীরা
পুরো অনুষ্ঠান মোহিত করে রাখেন জনপ্রিয় উপস্থাপক শাহ মিসবাহ, সাদিকুর রহমান শাকিল ও মামনুন হোসাইন।
এছাড়াও শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, সমাজসেবক, নবীন-প্রবীণ আলেম, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বইটি পত্র প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বর্ধিত কলবরে হওয়ায় মুদ্রিত মূল্য ১২০০/- নির্ধারণ করা হয়েছে। কিন্তু ৫০% দামে ৬০০/-টাকায় বইটি পাওয়া যাচ্ছে।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X