
নিজস্ব প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক কৃষিমন্ত্রী এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাতবারের সাবেক উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ গ্রেফতার হওয়ায় শ্রীমঙ্গল শহরে আনন্দ মিছিল বের করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে এই মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুর। এসময় বিএনপি এবং এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেন।
মিছিলে ‘ফাঁসি চাই ফাঁসি চাই-ভোট চোরা শহীদের ফাঁসি চাই’ ও ‘শহীদ চোরা ধরা খেলো’ এমন শ্লোগান শোনা যায়। সমাবেশে নেতারা দাবি করেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বিগত ২৮ বছর ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি করে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন। বক্তারা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন এবং আওয়ামী সরকারের আমলে বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের জন্য তার ফাঁসি কার্যকর করতে হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় ঢাকার উত্তরা থেকে সাবেক মন্ত্রী আব্দুস শহীদকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা এবং শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে বিভিন্ন অপরাধে চারটি মামলা রয়েছে। গ্রেফতারকালে তার বাসা থেকে বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় তিন কোটি টাকা।
বক্তারা আরও বলেন, তার নির্দেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাট করা হয়েছে। তারা দাবি করেন, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X