
নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের ইসলাম ও আলিমদের জীবন ও কর্ম নিয়ে রচিত বহুল আলোচিত “মৌলভী” গ্রন্থের মোড়ক উন্মোচন আগামীকাল (৩১ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৩টায় মৌলভীবাজার এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
বরুণার পীর শায়খ সাইদুর রহমান হামিদীর সভাপতিত্বে মৌলভী গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন হাফিজ ইসমাঈল হোসাইন সরদার।
এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য আলেম ও দার্শনিক মাওলানা মুসা আল হাফিজ, বিশেষ অতিথি ইসলামী ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, সিলেট নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা নাজমুদ্দিন কাসিমী, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, বিশিষ্ট লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী)।
সন্ধ্যায় থাকছে নাশিদ মাহফিল । নাশিদ পরিবেশন করবেন জনপ্রিয় নাশিদ শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আবদুল্লাহ, শেখ এনাম, মাহমুদ আব্দুল কাদির, তানজির আহমদ, মতিউর রহমান এনামসহ আবাবিল সাংস্কৃতিক ফোরাম ও ইনভাইট নাশিদ গ্রুপে শিল্পীরা
পুরো অনুষ্ঠান মোহিত করে রাখবেন জনপ্রিয় উপস্থাপক শাহ মিসবাহ ও সাদিকুর রহমান শাকিল।
এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, সমাজসেবক, নবীন-প্রবীণ আলেম, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
আয়োজন সম্পর্কে বইটির রচয়িতা তরুণ আলেম ও লেখক মাওলানা নূহ বিন হোসাইন বলেন, ‘আলহামদুলিল্লাহ- ‘মৌলভী গ্রন্থের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠান সফলে সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত পোহালেই ভিন্নরকম একটি অনুষ্ঠান উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
আয়োজনটি সফল হতে সকলের দু’আ ও সহযোগিতা কামনা করেন মাওলানা নূহ বিন হোসাইন।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X