
অনলাইন ডেস্ক: বহু নাটকীয়তার পর পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব দেয়া হয়েছে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিকে, তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
ডন নিউজ অনলাইন জানায়, রাষ্ট্রপতি ভবনে নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ জারদারিকে গার্ড অব অনার প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি আসিফ জারদারি গার্ড অব অনার অনুষ্ঠানের জন্য বাঘিতে পৌঁছান, সশস্ত্র বাহিনীর সৈন্যরা রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো, আসিফা ও বখতাওয়ার ভুট্টোও অংশ নেন।
মনে রাখা উচিত যে শনিবার, আসিফ আলি জারদারি দেশের ১৪ তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। ক্ষমতাসীন জোটের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী আসিফ জারদারি ইলেক্টোরাল কলেজে ১১৮৫ ভোটের মধ্যে ৪১১ ভোট পেয়ে বিজয়ী হন।
তার প্রতিদ্বন্দ্বী সুন্নি ঐক্য পরিষদের মাহমুদ খান আচাকজাই পেয়েছেন ১১১ ভোট।
নির্বাচন কমিশনের মতে, রাষ্ট্রপতি নির্বাচনে সিনেট, জাতীয় পরিষদ এবং চারটি প্রাদেশিক পরিষদের মোট ১০৪৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন।
এদিকে ইমরান খানের পিটিআই জানিয়েছে নাটকীয় নির্বাচনে গঠিত এই সরকার তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে।
অনেক নেতাকর্মীকে এরইমধ্যে বিনা অপরাধে গ্রেফতার করেছে।
দেখার বিষয় পাকিস্তানের এই নাটকীয় সরকার কতদিন ক্ষমতায় ঠিকে থাকতে পারে।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to print (Opens in new window) Print
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to share on X (Opens in new window) X