অনলাইন নিউজ পোর্টাল মুহুর্ত২৪.কম সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে জেলা প্রতিনিধি নিয়োগ দেবে। আগ্রহীদের সিভি বা ব্যক্তিগত তথ্যসহ (ছবি, ই-মেইল এবং ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি) যোগাযোগ করতে হবে।
আবেদনের সঙ্গে স্থানীয় ইস্যু ভিত্তিক একটি বিশেষ প্রতিবেদন পাঠাতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিবেদন-যোগ্য অফেরতযোগ্য। এমনকি মুহুর্ত২৪.কম সেগুলো নি:শর্ত ডিজিটাল মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
আবেদনের যোগ্যতা:
★কমপক্ষে এসএসসি/সমমনা পাশ।
★ অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
★ জন্মসূত্রে বাংলাদেশী হতে হবে।
আবেদনের সাথে যা যা দিতে হবে:
★ সদ্য তোলা ২ কপি ছবি ( ডিজিটাল, সাদা ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল)
★ জাতীয় পরিচয় পত্র (স্ক্যান কপি)
★ নাগরিক ও চারিত্রিক সনদ (স্ক্যান কপি)
★ জীবনবৃত্তান্ত (সিভি)
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
[email protected]
বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ উল্লেখ না করলেও দ্রুত সময়ের মধ্যে আবেদনপত্র পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪