⏲ ভোর ৫:০৬ বৃহস্পতিবার
📆 ১ জ্যৈষ্ঠ, ১৪৩২, ১৬ জিলকদ, ১৪৪৬ , ১৫ মে, ২০২৫

তুর্কে থেকে নথী চুরি করেছে ইসরাইল

তুর্কেতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪০ হাজার। ক্ষতিগ্রস্ত ও চাঁপা পরে থাকা মানুষকে উদ্ধার করতে বিশ্ব থেকে অনেক দেশ সহযোগিতা করার জন্য তুর্কে যায়।

ইসরাইলও সেই উদ্ধার অভিযানে অংশ নিতে তুর্কেতে যায়, সব দেশ উদ্ধার অভিযানে অংশ নিলেও ইসরাইল ছিলো চুরিতে ব্যাস্ত।

ইসরাইলের বিভিন্ন নিউজ মিডিয়া নথীপত্র চুরিকে নথী উদ্ধার বলে খবর প্রকাশ করেছে।

তুর্কীর ‘কালচারাল হেরিটেজ এন্ড মিউজিয়ামের’ সহকারী পরিচালক ইয়াহিয়া কেশকান বলেছেন, আমাদের দেশের সাংস্কৃতিক নীতি, ধর্মীয় প্রকৃতি সবকিছু তুর্কের অন্তর্গত।

চুরি হওয়া নথী ছিলো একটি বই, যার নাম “দ্য বুক অফ এস্তের” হিব্রু ভাষায় “দ্য স্ক্রোল” নামেও পরিচিত। যা ৩য় বিভাগের একটি বই (কেতুভিম, তানাখ) এটি হিব্রু বাইবেলের পাঁচটি স্ক্রোল (মেগিলট) এর একটি এবং পরে খ্রীস্টান ওল্ড টেস্টামেন্টের অংশ হয়।

বইটি পারস্যের এক হিব্রু মহিলার গল্প সম্পর্কে, যার জন্ম হাদাসাহ নামে কিন্তু এস্তার নামে পরিচিত, যে পারস্যের রানী হয় এবং সে তার গোত্রের লোকদের গণহত্যা থেকে বাঁচায়।

এই বইয়ের গল্প পুরিমের ইহুদীদের উৎসবের সময় সকাল সন্ধ্যায় ২বার উচ্চস্বরে পড়া হয়। এস্তারের কোথাও স্রষ্টার কথা উল্লেখ নেই।

Muhurto 24 News
📆 আজ: বৃহস্পতিবার
🕐 সময় -ভোর ৫:০৬ - (গ্রীষ্মকাল)
◘ ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
◘ ১৬ জিলকদ, ১৪৪৬ - হিজরী